আজ আবার নতুন এক রেসেপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে পটল দিয়ে রুই মাছের ঝোল। কিভাবে তৈরী করবেন দেখে নিন।


উপকরন: রুই মাছ, পটল, জিরা বাটা, রসুন বাটা, পেয়াজ কুচি, গুড়া মরিচ, হলুদ, লবন, কাঁচা মরিচ, ও তেল।

Video Source By- Healthy Foods Healthy Life


প্রণালী: প্রথমে প্যানে তেল দিয়ে প্যানের মধ্যে পেয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে ভেজে নিন। তারপর হলুদ গুড়া হাভ চা চামুচ, গুড়া মরিচ ১ চা চামুচ, লবন ১ চা চামুচ, ও ১ চা চামুচ জিরা বাটা, দিয়ে সব গুলো ভেজে নিন তারপর মাখানো মাছ গুলো দিয়ে ভেজে নিন ও পানি দিয়ে সিদ্দ করে নিন । এবার মাছ গুলো সিদ্দ হয়ে গেলে তুলে নিন তারপর পটল দিয়ে দিন ও ভেজে নিন পটল গুলো সিদ্দ করার জন্য পানি দিয়ে দিন। ৬-৭ মিনিট পর ঢাকনা তুলে আবার ভেজে নিন পটল গুলো ও ভাজা হয়ে গেলে মাছ গুলো দিয়ে দিন ও পানি দিয়ে মাছের ঝোল তৈরী করে নিন। ও হয়ে গেলে পরিবেশন করুন।

Related Posts:

  • Puli pitha | নারকেল পুলি পিঠা | Narkel puli pitha recipe | pitha recipe bengali পুলি পিঠা বা নারকেল পুলি পিঠা পুলি পিঠা অনেকের কাছে নারকেল পুরি নামে পরিচিত | প্রাচীন কাল থেকে এটি গ্রাম-গঞ্জে বাঙ্গালির উৎসবের খাবারের একটি জনপ্রিয় আইটেম যা এখন  প্রচলিত আছে | যে কোন উৎসবে এই পিঠা নাস্তার আইটেম হিসাবে… Read More
  • Napa Saag Vaji। Bangali Food। নাপা শাক ভাজি। Bangali recipes। নাপা শাকের ভাজি  নাপা শাক অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে পরিচিত না । এই শাকটা উওর অঞ্চলে বেশি দেখা যায়। উওর অঞ্চলের লোকেরা এই শাক টা বেশি খায় এবং শীত কালে এই শাকটা বেশি পাওয়া যায়। এই শাকটা খেতে অনেক সুস্বাদু ও মজা… Read More
  • Chola । Chole recipe in bangla। ছোলা ভুনা বা বুট ভুনা। Chola vuna recipe।      ছোলা ভুনা বা বুট ভুনা ছোলা অনেকের কাছে বুট বলে পরিচিত।প্রাচীন কাল থেকে এটি গ্রাম--গঞ্জে বাঙ্গালির উৎসবের খাবারের একটি জনপ্রিয় আইটেম যা এখন প্রচলিত আছে । যে কোন সময় এটি বানিয়ে খাওয়া যায় বিশেষ করে রমজান ম… Read More
  • Bengali sabzi recipe । শীতের সবজি । Bengali easy recipes । Bangali food। শীতের সবজি বা সবজি শীতের সবজি শীতের মৌসুমে অনেক বেশী পাওয়া যায় এবং এই সবজি খেতে অনেক মজাদার ও সুস্বাদু হয়। তাইতো বাঙ্গালির খাবারের একটি জনপ্রিয় আইটেম শীতের সবজি। এই সবজি বানাতে সময় লাগলেও খেতে অনেক সুস্বাদু হয়। উপকর… Read More
  • Chita Pitha Ba Ruti । ছিটা পিঠা বা রুটি । Bengali Food Recipe । Easy Pitha recipe । ছিটা পিঠা বা ছিটা রুটি ছিটা পিঠা বা ছিটা রুটি অনেকের কাছে সুপরিচিত একটা আইটেম। বাঙ্গালির উৎসবের খাবারের একটি জনপ্রিয় আইটেম হলো এই ছিটা পিঠা এই পিঠা বা রুটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়। এই পিঠা বানাতে বেশি সময় লাগেনা । … Read More

Contact Form

Name

Email *

Message *

Popular Posts