গরু মাংস আলু ঝোল. গরুর মাংস নানান পদের রান্না আছে। আমার মনে হয় কয়েক হাজার ধরনের রান্না করা যায় গরুর মাংস। তাই আজকের রেসেপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল নিয়ে তাহলে শুরু করা যাক।
প্রণালী: প্রথমে গরুর মাংসের মধ্যে একে একে পেয়াজ, রসুন বাটা, আদা বাটা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবন, হলুদ, গুড়া মরিচ, গরম মসলার গুড়া, আলু লম্বা করে কাটা ও তেল দিয়ে সবগুলো মেখে নিন। তারপর চুলায় বসিয়ে কুক করে নিন। এবার গোটা রসুন ৩ টা দিয়ে ভালো করে কসিয়ে নিন মাংস গুলো । এবার পানি দিয়ে ঝোল তৈরী করে নিন ও গরুর মাংসের মসলা, কাঁচা মরিচ,দিয়ে নামিয়ে নিন।
মজাদার কাঁঠালের বড়া।। Kathaler bora।। Sweet jackfruit recipes।।
কাঁঠালের বড়া
এই সময়ে কাঁঠাল প্রচুর পরিমান পাওয়া যায় ও খেতেও ভালো লাগে। কিন্তু যদি কাঁঠাল বেশি পেঁকে যায় তবে খেতে ভালো লাগেনা । তাই সেই পাকা কাঁঠাল গুলো নষ্ট না করে মজাদার রেসেপি বানিয়ে নিন। কিভাবে বানাবেন দেখে নিন।
…Read More