মজাদার একটি পিঠা মালপোয়া। অনেকেরই পছন্দের এ খাবারটি শীতের পিঠা হিসেবে বেশি পরিচিত। তৈরি করতে পারেন আপনি নিজেই। আলুর চপ বা পাকোড়ার পরিবর্তে আজকে তৈরি করতে পারেন ভিন্ন কিছু। তাহলে দেখে নিন এই রেসেপিটা।
উপকরন: দুধ, চিনি, তেলের পিঠা বা পোয়া পিঠা।
Video Source By- Healthy Foods Healthy Life
প্রণালী: প্রথমে দুধ গরম করে নিন তারপর চিনি দিয়ে দুধ গুলো ভোলক দিয়ে নিন। এবার আগে থেকে ভেজে নেয়া তেলের পিঠা বা পোয়া পিঠা গুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নিন । ও পরিবেশন করুন।