নকশী পিঠা কয়েক রকমের হয়ে থাকে। অনেকে এই নকশী পিঠা মিষ্টি দিয়ে খেতে পছন্দ করেন আবার অনেকে মিষ্টি ছাড়া। তবে এই পিঠা বানানোর নিয়ম সব জায়গায় একই রকম হয়ে থাকে। আর ডিজাইনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনি আপনার মনের সকল রঙ ও মাধুরী দিয়ে তৈরি করতে পারেন এই নকশী পিঠা। আর তৈরির বাকি নিয়ম ও সহজ রেসেপি তো আমি আপনাদের জন্য দিয়েই দিবো ।
উপকরন: চালের আটা, লবন, পানি,তেল ও ডিজাইনের কাঠি