প্রকৃতিতে চলছে শীতকাল। এ সময়ে নানা রকমের পিঠা ও পায়েস তৈরি করা হয়। আর বাঙালিরা ভীষন ভোজন প্রিয় মানুষ। শীতকালে পিঠার মজা যেন দ্বিগুন হয়ে যায়। তবে আজ যে পিঠা তৈরির রেসিপি নিয়ে এসেছি সেটি সারা বছর ধরে খাওয়া হয়। পিঠার নাম পাটিসাপটা।
চলুন দেরি না করে পাটিসাপটা পিঠা তৈরির উপকরণ ও প্রণালি জেনে নিই।


উপকরন: আটা, লবন, পানি ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life


প্রণালী: একটা বাটিতে প্রথমে আটা, লবন, পানি দিয়ে পাটিসাপটার গুলানি তৈরী করে নিন। তারপর প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে গুলানি দিয়ে হাতা দিয়ে গোল করে তার উপর খিস্সা দিয়ে পাটিসাপটার আকার করে উলটিয়ে পালটিয়ে তুলে নিন ও সহজে গরম গরম পরিবেশন করুন। তবে এই পিঠা ঠান্ডা ঠান্ডা  ভালো লাগে।

Related Posts:

  • কাঁঠালের বিচি ভর্তা ।। Kathaler bichi vorta।। Bengali food menu।। কাঁঠালের বিচি ভর্তা কাঁঠালের বিচি দিয়ে কতো কিছুই না রান্না করা যায়। তবে সবচেয়ে বেশি খাওয়া হয় কাঁঠালের বিচির ভর্তা। আজ দেখে নিন কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু একটি ভর্তার রেসিপি। তাহলে শুরু করা যাক। উপকরন: কাঁঠালের ব… Read More
  • মাছের পাকোড়া ।। রুই মাছের বড়া ।। Maser pakora ।। Bengali food menu ।। রুই মাছের পাকোড়া সাধারণত সবজি বা ডাল দিয়েই পাকোড়া প্রস্তুত হয়ে থাকে। তবে ইচ্ছা করলে মাছের পাকোড়া বানাতে পারবেন। মাছের পাকোড়া বানানোর জন্য যে কোন মাছই যথেষ্ট তবে মাছ নির্বাচনের ক্ষেত্রে কম কাটা যুক্ত মাছ নির্বাচন করতে হ… Read More
  • চিংড়ি দিয়ে কচুর লতি ।। Kochur loti diye chingri ।। Bengali food।। Bengali food menu।। চিংড়ি দিয়ে কচুর লতি কচুর লতি দিয়ে চিংড়ির মজাদার রান্নার রেসিপিটি জানে না অনেকে। কিন্তু রেসিপি না জানলে তো রান্না করে খাওয়া হবে না। মজাদার খেতে এই খাবারটি নিজে রান্না করে খেতে হলে অবশ্যই দেখে নিন রেসেপিটা। উপকরন: কচু… Read More
  • চিকেন কাবাব ।। Easy chicken kebab recipe ।। Chicken kebab recipe in bengali।। চিকেন কাবাব আমরা তো অনেকেই মুরগির মাংস খেয়ে থাকি  কিন্তু এই মাংস দিয়ে যে মজাদার রেসেপি হয় তা কিন্তু অনেক জানিনা । তাই এই মুরগির মাংস দিয়ে মজাদার ও ঝটপট তৈরী করা যায় এমনি এক রেসেটি হলো “চিকেন কাবাব” তাহলে দেরি না করে দে… Read More
  • ঈদ স্পেশাল মাংস রুটি ।। রুটি ফোলানোর টিপস সহ ।। Roti recipe ।। How to make roti at home।। মাংস রুটি সামনে কিন্তু ঈদুল আযাহা । আর এই ঈদুল আযাহায় প্রায় প্রত্যেক ঘরে ঘরে মাংসের সাথে রুটি থাকতে হবে তাই এই রেসেপিটা নিয়ে হাজির হলাম। এবং সঙ্গে রুটির কাই যেন ভালো হয় কাইয়ে যেন কোন দলাভাব না থাকে এবং সবগুলো রুটি যেন ভালো … Read More

Contact Form

Name

Email *

Message *

Popular Posts