অনেকেই  হোটেলের মিক্স সবজিটা খুব পছন্দ করে, ভাবে সকালের নাস্তায় বাসাই পরোটা তৈরি করলেও সবজিটা হোটেল থেকে নিয়ে আসতেই হবে। এই ধারনা দুর করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম মজাদার এক রেসেপি নিয়ে পুঁইশাক ডালের সবজি। তাহলে শুরু করা যাক।


উপকরণ:পুঁইশাক, মশুর ডাল, আলু,  পটল, সচি কচু, পেয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরা, লবন, হলুদ, ও তেল।



প্রণালী: প্রথমে পুঁইশাক পরিষ্কার করা , মশুর ডাল হাভ বাটি , আলু কুচি ১ বাটি, পটল কুচি ১ বাটি, সচি কচু হাভ বাটি, পেয়াজ কুচি ২ টেবিল চামুচ, কাঁচা মরিচ২ ফাক করা, রসুন বাটা ১ চা চামুচ, আদা বাটা ১ চা চামুচ, গোটা জিরা ১ চা চামুচ, লবন ১ চা চামুচ, হলুদ হাভ চা চামুচ , ও তেল দিয়ে সব গুলো হাত দিয়ে মেখে নিন। তারপর পানি দিয়ে সব গুলো সিদ্দ করতে দিন।
১০-১৫ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিন ও পানি কমে গেলে নামিয়ে নিন।

Related Posts:

  • মাটন কষা রেসিপি ।। Mutton kosha ।। Mutton recipes ।। Easy mutton curry recipe ।। মাটন কষা রেসিপি ছুটির দিনে বা স্পেশাল কোন দিনে মজাদার কিছু স্পেশাল আইটেম হতেই হবে । তাই আজ আমি আপনাদের সামনে মাটন কষা রেসেপি নিয়ে হাজির হলাম তাহলে শুরু করা যাক। উপকরন: মাটন বা খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা… Read More
  • সহজে গজা তৈরির রেসিপি ।। Bengali sweet goja recipe ।। Goja recipe ।। Bengali food menu ।। গজা তৈরী গ্রাম বাংলায় কোন উৎসব বা মেলা আসলেই এই গজা দেখতে পাওয়া যায় । তবে এখন প্রায় সবখানেই গজা দেখতে পাওয়া যায়। আজ আমি গ্রাম বাংলার মজাদার এক রেসেপি গজা নিয়ে হাজির হলাম তাহলে শুরু করা যাক। উপকরন: ময়দা, ঘি, চিনি, বেকিং… Read More
  • মাছের ডিমের পোলাও (রুই মাছ) ।। Egg pulao recipe ।। Different types of pulao recipes ।। মাছের ডিমের পোলাও সাপ্তাহিক ছুটি বা মেহমান দারিতে স্পেশাল কিছু আটেমের প্রয়োজন হয়। আর মেহমানদের আপ্পায়নে পোলাও তো লাগবেই আর যদি সেই পোলাও একটু ভিন্ন হয় তাহলে কেমন হয় তাই আজ মাছের ডিমের পোলাও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তা… Read More
  • রাজশাহী চিকেন ।। Easy chicken curry recipe ।। How to make chicken curry recipe ।। রাজশাহী চিকেন আমরা প্রায় সকলে চিকেন খেতে পছন্দ করে থাকি কিন্তু একই ভাবে রান্না করে খেতে খেতে এক সময় চিকেন খেতে আর ভালো লাগে না। তাই আজ আমি ভিন্ন ভাবে চিকেন রান্না করার চেস্টা করেছি। তাহলে শুরু করা যাক এই রেসেপিটা। উপকরন… Read More
  • টমেটো সস বানানোর রেসিপি ।। tomato sos recipe ।। homemade tomato sauce ।। simple tomato sauce recipe টমেটো সস টমেটো সস, একটা জনপ্রিয় সহযোগী মুখরোচক খাবার। প্রতিদিন সকাল বিকেলের নাস্তায়, শিশুদের টিফিনে আপনার হয়ত এই খাবারের প্রয়োজন পড়ে ।যেকোনো মজাদার স্পাইসি খাবার রান্না করার আগেও দরকার পরে সস। সুস্বাদু রান্না করার সঙ্গ… Read More

Contact Form

Name

Email *

Message *

Popular Posts