আজ আমি আপনাদের সামনে মজাদার এক রেসেপি নিয়ে হাজির হয়েছি গরুর মাংসের কালা ভুনা । তাহলে কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক এই রেসেপিটা।



উপকরন: গরুর মাংস, পেয়াজ কুচি, পেয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোল মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, মাংসের মশলার গুড়া, গরম মশলার গুড়া, লবন, হলুদ, গুড়া মরিচ, ও তেল।
Video Source By- Healthy Foods Healthy Life

প্রণালী: প্রথমে পেয়াজ বেরেস্তা করে নিন। তারপর প্যানে গরুর মাংস দিয়ে তাতে একে একে একটা তেজপাতা টুকরা  করে দিন, লবঙ্গ ১০-১২টা, সাদা এলাচ ৪টা, কালো এলাচ ২টা, গোল মরিচ ১০-১৫টা, দারচিনি ৪টা টুকরা, মাংসের মশলা ১ চা চামুচ, গরম মশলা ১ চা চামুচ, আদা বাটা ১ চা চামুচ, রসুন বাটা ২ চা চামুচ, লবন ঢেড় চা চামুচ, হলুদ হাভ চা চামুচ, গুড়া মরিচ ১ চা চামুচ, পেয়াজ কুচি, পেয়াজ বেরেস্তা ও তেল দিয়ে মেখে নিন ভালো করে । তারপর প্যানের ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট জাল দিন। তারপর ঢাকনা তুলে কসিয়ে নিন কোন প্রকার পানি ছাড়া।আবার । অন্য একটা প্যানে সরিষার তেল, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভেজে নিন তারপর কালা মাংস ভুনায় সেগুলো দিয়ে আবার কসিয়ে নিন। হয়ে গেল এখন পরিবেশন করুন।



Related Posts:

  • Macher dim diye alu vuna । মাছের ডিম দিয়ে আলু ভুনা । ilish macher dim recipe । macher dimer recipe । মাছের ডিম দিয়ে আলু ভুনা মাছের ডিম দিয়ে আলু ভুনা অনেকের কাছে পরিচিত একটি আইটেম। প্রাচীন কালে গ্রামে-গঞ্জে বাঙ্গালির উৎসবের খাবারের একটি জনপ্রিয় আইটেম ছিলো মাছের ডিম দিয়ে আলু ভুনা। যে কোন মাছের ডিম দিয়ে এই ভুনা তৈরী করা যায়।… Read More
  • Sobzi Khichuri । সবজি খিচুড়ী। khichuri ranna recipe in bangla । vegetable bhuna khichuri। সবজি খিচুড়ী সবজি খিচুড়ী অনেকের কাছে একটি মজাদার ও সুস্বাদু আইটেম। বাঙ্গালির উৎসবের খাবারের একটি জনপ্রিয় আইটেম হলো খিচুড়ী এটা সকল বয়সের মানুষেরা অনেক পছন্দ করে থাকে । আর শীতের মৌসুমে খিচুড়ী খেতে কার না ভালো লাগে বলুন । আর য… Read More
  • Pyazer kuli ba pyazer patar recipe। পেয়াজের পাতার রেসেপি। pyazer kuli in bangla language। bangali food। পেয়াজের পাতা বা পেয়াজের কুলি বা পেয়াজের ফুল পেয়াজের পাতা বা পেয়াজের কুলি বা পেয়াজের ফুল যে যেই নামে জানেনা বা চেনেনা কেন এটা দিয়ে বিভিন্ন রেসেপি তৈরী করা যায় । গ্রাম বাংলার মানুষেরা এটা দিয়ে বিভিন্ন রেসেপি তৈরী করে থাকে । … Read More
  • Napa Saag Vaji। Bangali Food। নাপা শাক ভাজি। Bangali recipes। নাপা শাকের ভাজি  নাপা শাক অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে পরিচিত না । এই শাকটা উওর অঞ্চলে বেশি দেখা যায়। উওর অঞ্চলের লোকেরা এই শাক টা বেশি খায় এবং শীত কালে এই শাকটা বেশি পাওয়া যায়। এই শাকটা খেতে অনেক সুস্বাদু ও মজা… Read More
  • Ilish Macher Vuna । ইলিশ মাছের ভুনা । ilish fish recipe । bengali macher recipe । ইলিশ মাছের ভুনা ইলিশ মাছ অনেকের কাছে একটি সুপরিচিত নাম এই মাছকে কেউ চেনেনা এমন ব্যাক্তি নেই বলা চলে। কথায় আছে আমরা মাছে ভাতে বাঙ্গালি আর যদি সেই মাছটা ইলিশ মাছ হয় তবেত কথাই নেই। আর যদি সেটা পদ্দার ইলিশ হয় । এই ইলিশ দিয়ে বিভ… Read More

Contact Form

Name

Email *

Message *

Popular Posts