ফুলকপি আলুর ভাজি অনেকের কাছে সুপরিচিত একটা আইটেম। ফুলকপি আলুর ভাজি রেসেপিটা খেতে ভালোই লাগে । ফুলকপি আলুর ভাজি বাঙালীর খাবারের একটি অন্যতম আইটেমের মধ্যে এটি অন্যতম । ফুলকপি আলুর ভাজি অনেক সুস্বাদু ও মজাদার হয়।
উপকরন: ফুলকপি, আলু, মটরশুটি, ধনেপাতা, কাঁচা মরিচ, পেয়াজ, রসুন বাটা, জিরা বাটা, লবন, হলুদ, ও তেল ।
প্রণালী: প্রথমে চুলার মধ্যে প্যান বসিয়ে চুলা ধরিয়ে নিন । প্যানে তেল ঢেলে দিন এবং একে একে পেয়াজ কুচি, মরিচ , রসুন বাটা, জিরা বাটা,হলুদ দিয়ে নাড়াচাড় করে নিন। ভাজা হয়ে গেলে ফুলকপি ও আলু কুচি গুলো দিয়ে লবন দিয়ে নাড়াচাড়া করে নিন এবং সিদ্দ করার জন্য পানি দিয়ে নাড়াচাড়া করে নিন এবং ঢাকনা দিয়ে দিন। ৩-৪ মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিন এবং মটরশুটি গুলো ও ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিন এবং ভালো ভাবে ভাজা হয়ে গেলে ও লালচে হয়ে গেলে নামিয়ে নিন ভাজি গুলো এবং পরিবেশন করুন।
Related Posts:
ঘরেই তৈরি রেস্তোরাঁর মজাদার মোগলাই পরোটা ।। Egg mughlai paratha recipe ।। Paratha recipe in bangla । মোগলাই পরোটা মোগলাই পরোটা ভালোবাসে না এমন মানুষ মেলা ভার। বিকেলের নাস্তায় এর জুড়ি নেই। আর ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। তাহলে চলুন জেনে নিই মোগলাই পরোটা বানানোর পদ্ধতি। উপকরন: ময়দা, ড… Read More
চিংড়ি আলুর দোলমা ।। মজাদার আলুর দোলমা ।। Chingri alur dolma।। Bengali food।। চিংড়ি আলুর দোলমা আজ আমি আপনাদের সামনে মজাদার একটি রেসেপি নিয়ে হাজির হলাম। রেসেপিটা হলো চিংড়ি আলুর দোলমা তাহলে দেখে নিন। উপকরন: আলু স্কুপ করা, চিংড়ি মাছ, নারকেল কুচি, করানো নারকেল,সেদ্দ আলু, আতব চালের আটা, কাজু বাদাম কু… Read More
ঈদ স্পেশাল মাংস রুটি ।। রুটি ফোলানোর টিপস সহ ।। Roti recipe ।। How to make roti at home।। মাংস রুটি সামনে কিন্তু ঈদুল আযাহা । আর এই ঈদুল আযাহায় প্রায় প্রত্যেক ঘরে ঘরে মাংসের সাথে রুটি থাকতে হবে তাই এই রেসেপিটা নিয়ে হাজির হলাম। এবং সঙ্গে রুটির কাই যেন ভালো হয় কাইয়ে যেন কোন দলাভাব না থাকে এবং সবগুলো রুটি যেন ভালো … Read More
চিকেন কাবাব ।। Easy chicken kebab recipe ।। Chicken kebab recipe in bengali।। চিকেন কাবাব আমরা তো অনেকেই মুরগির মাংস খেয়ে থাকি কিন্তু এই মাংস দিয়ে যে মজাদার রেসেপি হয় তা কিন্তু অনেক জানিনা । তাই এই মুরগির মাংস দিয়ে মজাদার ও ঝটপট তৈরী করা যায় এমনি এক রেসেটি হলো “চিকেন কাবাব” তাহলে দেরি না করে দে… Read More
রুই মাছের কাটা ছাড়াই কচু শাক রান্না ।। Kochu shak ranna recipe ।। Kochu saag bengali recipe ।। মাছের কাটা ছাড়া কচু শাক কচুশাক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা প্রচুর কচু শাক খেতে পারেন। কারণ কচুতে আছে অনেক আঁশ, যা খাবার সহজে হজম করতে সাহায্য করে। এছাড়াও কঁচু শাক রয়েছে অনেক মূল্যবান… Read More