সবজি খিচুড়ী অনেকের কাছে একটি মজাদার ও সুস্বাদু আইটেম। বাঙ্গালির উৎসবের খাবারের একটি জনপ্রিয় আইটেম হলো খিচুড়ী এটা সকল বয়সের মানুষেরা অনেক পছন্দ করে থাকে । আর শীতের মৌসুমে খিচুড়ী খেতে কার না ভালো লাগে বলুন । আর যদি হয় সবজি খিচুড়ী তবে তো কোন কথাই নেই।
উপকরন: আতব চাল, মশুর ডাল, আলু কুচি, গাজর কুচি, শিম কুচি, ফুল কপি, বাধা কপি, লাউ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধুনিয় পাতা, পেয়াজ কুচি, মরিচ কুচি, লবন, হলুদ ও তেল।
প্রণালী: প্যান বসিয়ে চুলা ধরিয়ে নিন তারপর প্যানে তেল ঢেলে দিন এবং পেয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিন এবং ফুল কপি দিয়ে দিন তারপর হলুদ দিয়ে শিম কুচি, আলু কুচি, গাজর কুচি ,লাউ, মশুর ডাল , আতব চাল ও বাধা দিয়ে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে দিন এবং একটু পানি দিন এবং সব গুলো ভুনিয়ে নিন এবং পানি গুলো শুকিয়ে নিন এবং আবার পানি দিয়ে দিন এবং কুচি করা ধুনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে প্যানের ঢাকনা দিয়ে দিন এবং ৫-৬ মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে যখন দেখবেন যে ডাল টা সিদ্দ হয়েছে তখন লবন দিন । আগে লবন দিবেন না এই কারনে যে ডাল সিদ্দ হতে সময় লাগে লবন দিলে তাই লবন পরে দিন। এবার ভালো ভাবে নাড়াচাড়া করে সবজি খিচুড়ী গুলো ভুনিয়ে নিন এবং পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।
Related Posts:
Kuler achar । টোপা কুলের আচার । স্কুল গেটের টোপা কুলের আচার । Kuler achar recipe in bengali। টোপা কুলের আচার আচার , আচারের কথা শুনলে যেমন জিবে জল আসে তেমনি যদি হয় টোপা কুল আচার তাহলে তো কথাই নেই। আর এই বসন্ত কালে আচার না খেলে কি হয় বলুন। এই আচার রেসেপি টা প্রায় সকল প্রকার মানুষ খেতে পছন্দ করে । উপকরন: টোপা কুল… Read More
Begun alu vaji । বেগুন আলু ভাজি । Bengali begun recipe । Baingan curry recipe । Begun recipe । বেগুন আলুর ভাজি বেগুন আলুর ভাজি অনেকের কাছে পরিচিত একটি আইটেম । এই বেগুন আলুর ভাজি রেসেপিটা অনেক সুস্বাদু ও মজাদার হয়। উপকরন: বেগুন, আলু, টমেটো, ধনেপাতা, জিরা বাটা, রসুন বাটা, পেয়াজ কুচি, কাঁচা মরিচ, ও তেল। Video So… Read More
phulkopi alu recipe । ফুলকপি আলুর ভাজি । fulkopi alur vaji । Foods recipe । ফুলকপি আলুর ভাজি ফুলকপি আলুর ভাজি অনেকের কাছে সুপরিচিত একটা আইটেম। ফুলকপি আলুর ভাজি রেসেপিটা খেতে ভালোই লাগে । ফুলকপি আলুর ভাজি বাঙালীর খাবারের একটি অন্যতম আইটেমের মধ্যে এটি অন্যতম । ফুলকপি আলুর ভাজি অনেক সুস্বাদু ও ম… Read More
সহজে ডিম ভাজি দিয়ে আলুর ডাল রেসেপি। আলুর ডাল ডিম ভাজা। Bangali style dim alur dal । ডিম দিয়ে আলুর ডাল রেসেপি ডিম দিয়ে আলুর ডাল রেসেপিটা একটি অন্যতম আইটেম। এলাকা ভেদে এই আইটেম বা রেসেপি টা তৈরী করা হয় । সব জায়গার মানুষ এই রেসেপিটা করে খায় না তবে এই রেসেপি অনেক সুস্বাদু ও মজাদার। উপকরন:সিদ্দ করা আলু , ডি… Read More
মজাদার শালগম দিয়ে মাছের ঝোল। Macher jhol recipe। Fish curry bengali style। Easy fish curry recipe। শালগম দিয়ে মাছের ঝোল রেসেপি শালগম দিয়ে মাছের ঝোল একটি অন্যতম রেসেপি। শালগম দিয়ে মাছের ঝোল অনেকের কাছে একটা সুপরিচিত আইটেম। এই শালগম দিয়ে মাছের ঝোল রেসেপি খেতে অনেক সুস্বাদু ও মজাদার। উপকরন: পাংগাস মাছ, শালগম , আলু, টমে… Read More