ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল অনেকের  কাছে একটি পছন্দ খাবার। এই রুই মাছ দিয়ে বিভিন্ন রেসেপি তৈরী করা যায় এবং সেই রেসেপি গুলো অনেক সুস্বাদু ও মজাদার হয়। বাঙালীর খাবারের একটি জনপ্রিয় আইটেম হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল এই রেসেপিটা অনেক সুস্বাদু ও মজাদার হয়।



উপকরন: রুই মাছ, আলু , ফুলকপি, মটরশুটি,  পেয়াজ কুচি ,  গুড়া মরিচ, রসুন বাটা , জিরা বাটা, লবন , হলুদ , ও তেল।


Video Source By- Healthy Foods Healthy Life



প্রণালী: প্রথমে একটা বাটিতে রুই মাছ গুলো মেখে নিন লবন ১ চা চামুচ, ১ চা চামুচ গুড়া মরিচ,  ১ চা চামুচ রসুন বাটা ,১ চা চামুচ জিরা বাটা, হলুদ সামান্য ,দিয়ে নাড়াচাড়া করে নিন এবং ভালো ভাবে মেখে নিন মাছ গুলো এবার  চুলার মধ্যে প্যান বসিয়ে প্যানে ফুলকপি গুলো দিয়ে ভাপ দিয়ে নিন এবং পানি  ফুটলে ফুলকপিগুলো একটি ঝুড়িতে ঢেলে নিন তারপর আবার প্যানে তেল দিন তারপর পেয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন  হাভ চা চামুচ হলুদ, হাভ চা চামুচ গুড়া মরিচ, সামান্য লবন দিয়ে দিন এবার আলু দিয়ে দিন ও ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিন এবং পানি দিয়ে দিন সিদ্দ করার জন্য এবার ঢাকনা দিয়ে দিন ৪-৫ মিনিট পর ঢাকনা তুলে নিন সব গুলো ভালো ভাবে সিদ্দ হয়ে গেলে আবার মটরশুটি গুলো দিয়ে দিন এবং ভালো ভাবে ভেজে নিন ভালো ভাবে ভাজা হয়ে গেলে মাছ গুলো দিয়ে দিন এবং নাড়াচাড়া করে পানি দিন সিদ্দ করার জন্য  তারপর প্যানের ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট পর ঢাকনা তুলে মাছ গুলো উলটিয়ে পালটিয়ে আবার ঢাকনা দিয়ে দিন এবং ৩-৪ মিনিট পর ঢাকনা তুলে নিন এবং আলত ভাবে উলটিয়ে পালটিয়ে সামানো ঝোল রেখে দিন এবং চুলা বন্ধ করে নামিয়ে নিন এবং পরিবেশন করুন।

Related Posts:

  • Dhone Patar Recipe। ক্রিসপি ও মচমচে ধনেপাতার চপ। Dhone patar pakora। Bangla Recipe। ধনেপাতার চপ ধনেপাতার চপ নামটা অনেকের কাছে সুপরিচিত । এই রেসেপিটার নাম শুনলে কেমন জানি লোভ লেগে যায়। এই রেসেপিটা অনেক সুস্বাদু ও মজাদার হয় । আর যদি এই রেসেপিটা বাড়ীতে তৈরী করা হয় তবে কেমন হয়। উপকরন: ধনেপাতা, বেসন, লবন, হ… Read More
  • Shobuj data shak vaji । সবুজ ডাটা শাক ভাজি । Data shak ranna । Shaak recipe bengali । সবুজ ডাটা শাক সবুজ ডাটা শাক অনেকের কাছে এই শাক টা অনেক পরিচিত । এই শাক টা খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয় । আর শাক খেতে কার না ভাল লাগে বলুন আর যদি হয় শাক ভাজি তবে তো কথাই নেই। এই সবুজ ডাটা শাক গুলো সুন্দর  মজাদার হয়। … Read More
  • phulkopi alu recipe । ফুলকপি আলুর ভাজি । fulkopi alur vaji । Foods recipe । ফুলকপি আলুর ভাজি  ফুলকপি আলুর ভাজি অনেকের কাছে সুপরিচিত একটা আইটেম। ফুলকপি আলুর ভাজি রেসেপিটা খেতে ভালোই লাগে । ফুলকপি আলুর ভাজি বাঙালীর খাবারের একটি অন্যতম আইটেমের মধ্যে এটি অন্যতম । ফুলকপি আলুর ভাজি অনেক সুস্বাদু ও ম… Read More
  • Badhakopir pakora । বাধাকপির পাকড়া । Pakora recipe in bengali । Pakora recipe in bengali language । বাধাকপির পাকড়া বাধাকপির পাকড়া অনেকের কাছে একটা পরিচিত আইটেম। বাঙালীর খাবারের অন্যতম আইটেমের মধ্যে বাধাকপির পাকড়া একটি। এই বাধাকপির পাকড়া রেসেপিটা অনেক সুস্বাদু ও মজাদার হয়। বিকালের নাস্তা হিসাবে বাধাকপির পাকড়া রেসেপিটা অন্য… Read More
  • Tomato dim vuna । মজাদার টমেটো ডিম ভুনা । Special egg curry recipe । Egg curry bengali । টমেটো ডিম ভুনা টমেটো ডিম ভুনা বাঙালীর খাবারের অন্যতম একটি আইটেম। এই রেসেপিটা অনেক সুস্বাদু ও মজাদার হয়। এই টমেটো ডিম ভুনা রেসেপিটা তৈরী করতেও বেশী সময় লাগেনা। খুব তাড়াতাড়ি এই  টমেটো ডিম ভুনা রেসেপিটা তৈরী করা যায়। … Read More

Contact Form

Name

Email *

Message *

Popular Posts