আজ আমি আবার একটি নতুন পিঠা রেসেপি নিয়ে হাজির হলাম খিরসা পুলি পিঠা।। পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ লাগে । তাহলে দেখে নিন এই পিঠা পুলি রেসেপিটি।


উপকরন: ময়দা, লবন, ফুড কালার, তেল ও (খিরসা বানানো)

Video Source By- Healthy Foods Healthy Life


প্রণালী: প্রথমে পিঠার জন্য ডো তৈরী করে নিন। তারপর লেচি কেটে একটা লেচির মধ্যে রেড ফুড কালার দিয়ে কালার ফুল লেচি কানিয়ে নিন । এবার রুটি বেলে নিন। তারপর পটের ঢাকনা দিয়ে পুলি পিঠার সাইজ করে কেঠে নিন । তারপর ডিজাইন করে কেটে তার উপর আরেকটা পিঠা দিয়ে তার মধ্যে খিরসা দিয়ে পুলি পিঠার মুখ বন্ধ করে নিন ও ডুব তেলে ভেজে নিন খিরসা পুলি পিঠা গুলো ও গরম গরম পরিবেশন করুন।



Contact Form

Name

Email *

Message *

Popular Posts